দেশান্তর রিপ্লেসমেন্ট পলিসি
কুরিয়ার থেকে আপনার প্যাকেজটি বুঝে নেয়ার পর, যদি প্রোডাক্টে নিম্নোক্ত সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনি পণ্যটি রিপ্লেস করে অন্য কোনো পণ্য অর্ডার করতে পারবেন-
* যে প্রোডাক্ট আপনি অর্ডার করেছেন সেটি পাননি, ভুলবশত আপনার কাছে অন্য প্রোডাক্ট চলে গেছে,
* প্রোডাক্ট ভাঙ্গা, ছেঁড়া, ভুল সাইজ, প্রোডাক্ট কাজ না করা, ছবির সাথে পণ্যের মিল না থাকা ইত্যাদি।
রিপ্লেসমেন্ট সুবিধা পাবার জন্য আপনাকে নিম্নোক্ত শর্তসমূহ পূরণ করতে হবে-
• প্যাকেজটি যে অবস্থায় আপনার কাছে ডেলিভারি করা হয়েছে সেই অবস্থায় অক্ষত থাকতে হবে, প্রোডাক্টের বাক্স ও ইনভয়েস প্যাকেজে ঠিকভাবে থাকতে হবে।
• প্রোডাক্টটি অব্যবহৃত থাকতে হবে।
• “Change of Mind” যেমন- প্রোডাক্টটি হাতে পাওয়ার পর ভালো লাগছে না, এখন আর দরকার নেই, আপাতত লাগবে না ইত্যাদি কারণসমূহের ক্ষেত্রে রিপ্লেসমেন্ট করা হবে না।
• ডেলিভারী গ্রহণের সর্বোচ্চ ২৪ ঘন্টার মধ্যে আপনাকে আমাদের কাস্টমার সাপোর্ট নাম্বারে 01911948877 বা আমাদের সাপোর্ট ই-মেইল contact@deshantor.com -এ কমপ্লেইন করতে হবে।
• অতঃপর আপনার কমপ্লেইনের উপর ভিত্তি করে আপনার কাছে অভিযোগের প্রমাণ হিসেবে প্রোডাক্টের ইস্যুটির ছবি আমাদের ফেসবুক পেজের ইনবক্সে বা ই-মেইলে চাওয়া হতে পারে।
• অতঃপর আমাদের কোয়ালিটি রিভিউ টীম আপনার অভিযোগের ভিত্তিতে সত্যতা পেলে ৭ কার্যদিবসের মধ্যে রিপ্লেসমেন্ট প্রোডাক্ট পাঠানো হবে।
ক) ঢাকা মেট্রোর ভিতরে হলে আপনাকে রিপ্লেসমেন্ট প্রোডাক্টটি পাঠানো হবে এবং আগের প্যাকেজটি চেক করে ফেরত নিয়ে আসা হবে।
খ) ঢাকা মেট্রোর বাহিরে হলে আপনাকে “সুন্দরবন কুরিয়ার অথবা পাঠাও কুরিয়ারে” ঢাকা মোতালেব প্লাজা শাখায় প্যাকেজটি পাঠিয়ে দিতে হবে (এই ক্ষেত্রে ফেরত পাঠানোর ডেলিভারী চার্জ আপনাকে বহন করতে হবে)। প্যাকেজটি আমাদের অফিসে পৌছানোর পর, আপনি যে প্রোডাক্টটি অর্ডার করেছিলেন সেটির স্টক থাকা সাপেক্ষে আপনাকে সর্বোচ্চ ৭ কার্যদিবসের মধ্যে রিপ্লেসমেন্ট প্রোডাক্ট পাঠানো হবে।
• রিপ্লেসমেন্ট প্রোডাক্ট পুনরায় আপনার কাছে পাঠানোর ক্ষেত্রে কুরিয়ার সার্ভিস চার্জ সম্পূর্ণ আমরা বহন করবো। যেখানে অন্যান্য সেলার বা অনলাইন শপে ক্রেতাদের কাছে রিপ্লেসমেন্ট প্রোডাক্ট পাঠাতে দ্বিতীয় বার ডেলিভারি চার্জ নিয়ে থাকে।
বিঃদ্রঃ– রিপ্লেসমেন্ট প্রোডাক্ট হিসেবে আপনি যদি আগের প্রোডাক্ট না নিয়ে অন্য কোনো প্রোডাক্ট নিতে চান, তাহলে সমপরিমাণ মূল্যের বা তার বেশী টাকার প্রোডাক্ট অর্ডার করতে পারবেন, সমপরিমাণ না হয়ে যদি বেশী মূল্যের প্রোডাক্ট হয় সেইক্ষেত্রে রিপ্লেসমেন্ট পাঠানোর সময় অতিরিক্ত মূল্য এডজাস্ট করে দেয়া হবে।
ধন্যবাদ,