দেশান্তর অনলাইন শপ থেকে কিভাবে অর্ডার করবেন
• আপনি যদি আমাদের নতুন ক্রেতা হয়ে থাকেন তাহলে যেকোন পণ্য কিনতে এখনই সাইন-আপ/রেজিস্ট্রেশন করুন।
• আপনার পছন্দের পন্যটি কেনার জন্য পণ্যের ছবির উপরে ক্লিক করুন এবং পরবর্তী পেজে পণ্যের বিস্তারিত দেখে ছবির পাশে “Order Now” বাটনে ক্লিক করুন।
• আপনি যদি একাধিক পন্য কিনতে চান তাহলে “Add to Cart” বাটনে ক্লিক করে আপনার নির্বাচিত সকল পন্য একসাথে অর্ডার করুন “Checkout” করার মাধ্যমে।
• যদি ইতোমধ্যেই Deshantor.com এ আপনার একাউন্ট থেকে থাকে, তাহলে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন অথবা নতুন ক্রেতা হিসেবে সাইন-আপ/রেজিস্ট্রেশন করে আপনার নতুন একাউন্টের জন্য ইউজার নেম ও পাসওয়ার্ড তৈরি করুন।
• “Checkout” করার পর আপনাকে Billing Details পেজে নিয়ে যাওয়া হবে, আপনি যেখানে ডেলিভারি নিতে ইচ্ছুক সেখানকার বিস্তারিত ঠিকানাসহ শহরটি সিলেক্ট করুন। আপনার দেওয়া সঠিক তথ্য আপনার পন্যের ডেলিভারি প্রক্রিয়াকে দ্রুততর করবে।
• “Continue to Delivery” বাটনে ক্লিক করে আপনার অর্ডারকৃত পণ্যগুলো এবং ডেলিভারি ঠিকানাসহ বিস্তারিত দেখতে পারবেন Delivery পেজে।
• এরপর আপনি পরবর্তী ধাপে এগিয়ে যেতে “Continue to Payment” বাটনে ক্লিক করুন। আপনি কিভাবে পেমেন্ট করতে চান সেটি সিলেক্ট করুন এবং “Place Order” বাটনে ক্লিক করুন। পেমেন্ট ও ডেলিভারি সংক্রান্ত বিস্তারিত তথ্য এখানে দেখুন।
• অর্ডার সফল হলে আপনার ই-মেইলে বুকিং কোড সহ একটি মেইল যাবে।
• অর্ডার সাবমিটের পর ১২ ঘন্টার মধ্যে আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে পণ্য ডেলিভারী প্রক্রিয়া শুরু করবে।
• সাধারণত আমরা ঢাকার ভিতরে ২৪ ঘন্টা এবং ঢাকার বাহিরে যেকোন জেলায় ২৪-৪৮ ঘন্টার মধ্যে পণ্য ডেলিভারি করে থাকি।
• অর্ডার সংক্রান্ত যে কোন তথ্য বা সরাসরি অর্ডার দিতে ফোন করুন 𝟬𝟵𝟲𝟯𝟴-𝟱𝟵𝟴𝟬𝟯𝟭 (সকাল ০৮ টা থেকে রাত ১১ টার মধ্যে)।