দেশান্তর অনলাইন শপ থেকে কিভাবে অর্ডার করবেন

আপনি যদি আমাদের নতুন ক্রেতা হয়ে থাকেন তাহলে যেকোন পণ্য কিনতে এখনই সাইন-আপ/রেজিস্ট্রেশন করুন।

আপনার পছন্দের পন্যটি কেনার জন্য পণ্যের ছবির উপরে ক্লিক করুন এবং পরবর্তী পেজে পণ্যের বিস্তারিত দেখে ছবির পাশে “Order Now” বাটনে ক্লিক করুন।

আপনি যদি একাধিক পন্য কিনতে চান তাহলে “Add to Cart” বাটনে ক্লিক করে আপনার নির্বাচিত সকল পন্য একসাথে অর্ডার করুন “Checkout” করার মাধ্যমে।

যদি ইতোমধ্যেই Deshantor.com এ আপনার একাউন্ট থেকে থাকে, তাহলে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন অথবা নতুন ক্রেতা হিসেবে সাইন-আপ/রেজিস্ট্রেশন করে আপনার নতুন একাউন্টের জন্য ইউজার নেম ও পাসওয়ার্ড তৈরি করুন।

Checkout” করার পর আপনাকে Billing Details পেজে নিয়ে যাওয়া হবে, আপনি যেখানে ডেলিভারি নিতে ইচ্ছুক সেখানকার বিস্তারিত ঠিকানাসহ শহরটি সিলেক্ট করুন। আপনার দেওয়া সঠিক তথ্য আপনার পন্যের ডেলিভারি প্রক্রিয়াকে দ্রুততর করবে।

Continue to Delivery” বাটনে ক্লিক করে আপনার অর্ডারকৃত পণ্যগুলো এবং ডেলিভারি ঠিকানাসহ বিস্তারিত দেখতে পারবেন Delivery পেজে।

এরপর আপনি পরবর্তী ধাপে এগিয়ে যেতে “Continue to Payment” বাটনে ক্লিক করুন। আপনি কিভাবে পেমেন্ট করতে চান সেটি সিলেক্ট করুন এবং “Place Order” বাটনে ক্লিক করুন। পেমেন্ট ও ডেলিভারি সংক্রান্ত বিস্তারিত তথ্য এখানে দেখুন।

অর্ডার সফল হলে আপনার ই-মেইলে বুকিং কোড সহ একটি মেইল যাবে।

অর্ডার সাবমিটের পর ১২ ঘন্টার মধ্যে আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে পণ্য ডেলিভারী প্রক্রিয়া শুরু করবে।

সাধারণত আমরা ঢাকার ভিতরে ২৪ ঘন্টা এবং ঢাকার বাহিরে যেকোন জেলায় ২৪-৪৮ ঘন্টার মধ্যে পণ্য ডেলিভারি করে থাকি।

অর্ডার সংক্রান্ত যে কোন তথ্য বা সরাসরি অর্ডার দিতে ফোন করুন 𝟬𝟵𝟲𝟯𝟴-𝟱𝟵𝟴𝟬𝟯𝟭 (সকাল ০৮ টা থেকে রাত ১১ টার মধ্যে)।